Monday, May 22

কানাইঘাট পৌর আ.লীগের দুটি ওয়ার্ডের কমিটি গঠন


কানাইঘাট নিউজ ডেস্ক :

কানাইঘাট পৌর আওয়ামী লীগের ১ ও ২নং ওয়ার্ডের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ১ ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। 

পৌর আওয়ামী লীগের সভাপতি কেএইচএম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক খাজা শামীম আহমদ শাহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার (২২ মে) আংশিক এ কমিটি ঘোষণা করেন। সিরাজ উদ্দিনকে সভাপতি ও আজাদুর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের এবং হোসেইন আহমদকে সভাপতি ও ফয়ছল আহমদকে সাধারণ সম্পাদক করে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আংশিক কমিটি নাম ঘোষণা করা হয়। শীঘ্রই এ দু’টি ওয়ার্ডে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য এ ওয়ার্ডের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দিয়েছেন পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়