Saturday, May 20

কানাইঘাটে তাহিরিয়া সালাফিয়া দাখিল মাদ্রাসার দ্বিবার্ষিক কমিটি গঠন


কানাইঘাট নিউজ ডেস্ক :

কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে  অবস্থিত শতবছরের প্রাচীন বিদ্যাপীঠ (ফাগু-বাশঁবাড়ী) তাহিরিয়া দাখিল মাদ্রাসার দ্বিবার্ষিক ২০২৪-২০২৫ সেশনের  পরিচালনা কমিটি গঠিত হয়েছে। 

শুক্রবার বিকাল ৩টায় কমিটির নেতৃবৃন্দ অত্র মাদ্রাসার অফিস রুমে বসে গঠিত কমিটির সভাপতি নির্বাচিত করেন সিলেট পিডিপি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাবেক অত্র মাদ্রাসার ছাত্র মাওলানা বদরুল ইসলাম কে। 

এরপর রেজুলেশন করে উপস্থিত সবার সাক্ষর নিয়ে মাদ্রাসার বিভিন্ন উন্নয়ন মুল্যেক বিষয় আলাপ শেষে গৃহীত সিদান্ত রেজুলেশনের অন্তর্ভুক্ত করে কমিটির সভা মুলতবি করা হয়। 

এর আগে ফাগু এবং বাশঁবাড়ীর  বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে দুই গ্রাম থেকে ৮জন অত্র প্রতিষ্ঠান থেকে ৩জন  সহ ১১জন বিশিষ্ট পরিচালনা কমিটি ঘোষণা করেন উভয় গ্রামের মানুষ। উক্ত কমিটি কে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসী সহ সব সর্বস্থরের মানুষ। তারা আশা প্রকাশ করে অনেকেই বলেন নবগঠিত কমিটির মাধ্যমে  অত্র প্রতিষ্ঠান এগিয়ে যাবে ইন্নাশাল্লাহ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়