নিজস্ব প্রতিবেদক:
নবনির্বাচিত ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী খাদিজা বেগম।
এক অভিনন্দন বার্তায় উপজেলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম প্রেসক্লাবের নির্বাচিত সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রেসক্লাব নেতৃবৃন্দ সব-সময় জনপ্রতিনিধিদের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের সংবাদ গুরুত্ব সহকারে তুলে ধরার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সকল কাজে সহযোগিতা করে আসছেন। যার কারনে কানাইঘাট প্রেসক্লাব সর্বমহলের কাছে একটি সার্বজনীন প্রতিষ্ঠান হিসেবে আস্থা অর্জন করেছে। অতীতের মতো জনপ্রতিনিধিদের উন্নয়নের সংবাদ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ গণমাধ্যমে তুলে ধরে কানাইঘাটের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সেই সাথে তিনি নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শুভেচ্ছা জানিয়ে প্রেসক্লাবের উন্নয়নে অতীতের মতো উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানান।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়