Monday, May 15

কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দকে গাছবাড়ী আইডিয়্যাল কলেজের অধ্যক্ষের অভিনন্দন


নিজস্ব প্রতিবেদক :

ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট গাছবাড়ী আইডিয়াল কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন। 

এক অভিনন্দন বার্তায় প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদসহ নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে অধ্যক্ষ আব্দুল মতিন শুভেচ্ছা বার্তায় বলেন, কানাইঘাটের সামগ্রিক শিক্ষার উন্নয়ন প্রচার-প্রসারে প্রেসক্লাব নেতৃবৃন্দের ভূমিকা সব-সময় প্রশংসিত ছিল। 

আগামী দিনেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নয়ন, সমস্যা-সম্ভাবনাসহ শিক্ষার প্রচার-প্রসারে নির্বাচিত প্রেসক্লাব কমিটির নেতৃবৃন্দ গণমাধ্যমে সংবাদ তুলে ধরার পাশাপাশি শিক্ষক সমাজকে সর্বাত্মক ভাবে  সহযোগিতা করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। 

সেই সাথে অধ্যক্ষ আব্দুল মতিন শিক্ষক সমাজের পক্ষ থেকে সব-সময় প্রেসক্লাবের কার্যক্রমে সহযোগিতার পাশাপাশি নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের পাশে থাকবেন বলে শুভেচ্ছা বার্তায় জানান। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়