নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের সরুফৌদ গ্রাম নিবাসী তাবলীগ জামাতের বিশিষ্ট মুরব্বী, কানাইঘাট দারুল উলুম দারুল হাদিস মাদরাসার সহকারী শিক্ষক ক্বারী মাওলানা হারুনুর রশীদ চতুলীর পিতা মাহমুদ আলী দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ মে)বাদ আসর গ্রামের আল- ফালাহ মসজিদ প্রাঙ্গনে মাহমুদ আলীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে আলিম, ওলামা তাবলীগ জামাতের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্থরের হাজারো মানুষ শরিক হোন। জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
পারিবারিক সুত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারনে তাবলীগ জামাতের বিশিষ্ট মুরব্বী ও চতুল এলাকার প্রবীন পঞ্চায়েত মুরব্বী মাহমুদ আলী বৃহস্পতিবার দিবাগত রাত ২.৩০মিনিটে তার নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে জমিয়তে উলামার কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক, দারুল উলুম কানাইঘাট মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলীর পিতা তাবলীগ জামাতের মুরব্বী মাহমুদ আলী মত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আত্মার মাগফিরাত কামনা করে শোক জানিয়েছেন জমিয়তে উলামার প্রধান উপদেষ্টা, দারুল উলুম কানাইঘাট মাদরাসার মুহতামীম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরী, জমিয়তে উলামার কেন্দ্রীয় আমীর আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী, নাইবে আমীর আল্লামা শামছুদ্দীন দুর্লভপুরী, নাইবে আমীর হরিপুর মাদরাসার মুহতামীম আল্লামা হেলাল আহমদ হরিপুরী। কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নজরুল ইসলাম তোয়াকুলী।সহকারী মহাসচিব মাওলানা আব্দুল জব্বার লামনীগ্রামী, সহকারী মহাসচিব মাওলানা আবুল হোসাইন চতুলী, সহকারী মহাসচিব কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির। জমিয়তে আনসারের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস জৈন্তাপুরী ও সাধারাণ সম্পাদক মাওলানা আসআদ কানাইঘাটী। জমিয়তে তালাবার সভাপতি মাওলানা জুনায়েদ শামসী সাধারণ সম্পাদক আফজল হোসাইন প্রমূখ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়