Saturday, May 6

এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি


এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার ( হাসপাতাল রোড,কানাইঘাট) কয়েকটি পদে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ লােক নিয়ােগ দেয়া হবে।


প্রার্থীর পূর্ণ জীবন বৃত্তান্ত, ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটো কপি, যােগাযােগের জন্য মােবাইল নম্বরসহ খামের ওপর পদের নাম উল্লেখপূর্বক আগামী ১০ মে ২০২৩ইং তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় ব্যবস্থাপনা পরিচালক বরাবরে আবেদন করার জন্য অনুরােধ করা হলাে।



১/পদের নাম: ম্যানেজার

প্রার্থীর ধরন: পুরুষ 

পদের সংখ্যা: ০২ জন

যোগ্যতা: এইচ.এস.সি পাস


২/পদের নাম: ল্যাব টেকনোলজিস্ট

পদের সংখ্যা: ০১ জন

যোগ্যতা: কমপক্ষে ২/৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে  । 


৩/পদের নাম:  ল্যাব টেকনিশিয়ান

পদের সংখ্যা: ০১ জন

যোগ্যতা: এস.এস.সি এবং কমপক্ষে ৫/৬ মাসের অভিজ্ঞতা থাকতে হবে  । 


৪/ পদের নাম: চেম্বার এডেনডেন্স

প্রার্থীর ধরন: মহিলা

পদের সংখ্যা: ০১ জন

যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ


৫/ পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী

প্রার্থীর ধরন: মহিলা

পদের সংখ্যা: ০২ জন

যোগ্যতা: ৫ম শ্রেণি পাশ



যোগাযোগের ঠিকানা :

এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার

হাসপাতাল রোড,কানাইঘাট। 



কানাইঘাট নিউজ ডটকম/৬ মে ২০২৩ ইং





 



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়