Saturday, April 22

কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ঈদ শুভেচ্ছা


কানাইঘাট নিউজ ডেস্ক :

কানাইঘাট উপজেলা  ছাত্রলীগের  সভাপতি রাওয়ান আহমদ  ও সাধারণ সম্পাদক মারওয়ানুল করিম কানাইঘাটবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন  জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন,ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের শিক্ষায় ভুলিয়ে দেয় মানুষে মানুষে ভেদাভেদ। কাঁদে কাঁদ মিলিয়ে চলার উৎসব ঈদ। বছর পেরিয়ে মুসলিম উম্মাহর মাঝে আবারো সমাগত হলো পবিত্র ঈদুল ফিতর। 

তারা আরো বলেন, ঈদের দীক্ষায় দীক্ষিত হয়ে আসুন সবাই মিলে একটি সুন্দর, সুশৃঙ্খল ও সাম্যের সমাজ ও দেশ গড়ি। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই। সকল ভেদাভেদ ভুলে দেশ গড়ায় কাজ করি। তবেই ঈদের উৎসব সার্থকতা পাবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ন সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করার আহবান জানান উপজেলা ছাত্রলীগের  সভাপতি রাওয়ান আহমদ ও সাধারণ সম্পাদক মারওয়ানুল করিম।

পরিশেষে তারা সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। 




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়