Friday, April 21

কানাইঘাটবাসীকে উপজেলা চেয়ারম্যান মোমিন চৌধুরীর ঈদ শুভেচ্ছা


কানাইঘাট নিউজ ডেস্ক :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান,কৃষক লীগ সিলেট মহানগর শাখার সভাপতি ও মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল মোমিন চৌধুরী।

তিনি এক ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন,পবিত্র ঈদ আমাদেরকে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদ। তাই ভেদাভেদ ভুলে এক কাতারে এসে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ ভাগাভাগি করার আহ্বন জানান তিনি।

তিনি আরো বলেন ঈদ আমাদেরকে শুধু আনন্দই দেয় না,পরস্পরকে ভ্রাতৃত্ব,সম্প্রীতি এবং সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে।

ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়