Thursday, April 6

কানাইঘাটে সুরমায় তলিয়ে যাওয়া বৃদ্ধের লাশ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক: 

কানাইঘাট সুরমা নদী দিয়ে গরু পার করার সময় পানিতে ডুবে নিখোঁজ আব্দুর রব নামের এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে। 

জানা যায়,  বৃহস্পতিবার( ৬ এপ্রিল)  সকাল ৯টার দিকে দিঘীরপাড় পূর্ব ইউপির দর্পনগর পশ্চিম (নয়াগ্রাম) এর বাসিন্দা আব্দুর রব (৬০) নামে এক বৃদ্ধ তার কয়েকটি গরু মমতাজগঞ্জ বাজার সংলগ্ন সুরমা নদীর পানিতে নেমে গরুগুলো পার করার সময় পানিতে তলিয়ে যান। 

তার পরিবারের লোকজন সহ স্থানীয়রা সুরমা নদীর আশপাশ স্থানে খোঁজাখুজি করে না পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল সুরমা নদীর আশপাশে তল্লাশী চালিয়ে আব্দুর রবের সন্ধান পাননি। 

একপর্যায়ে বিকেল ৪টার দিকে স্থানীয় নক্তিপাড়া গ্রাম সংলগ্ন সুরমা নদীর পানিতে নিখোঁজ আব্দুর রবের লাশ ভেসে উঠে। পরে কানাইঘাট থানা পুলিশের উপস্থিতিতে আব্দুর রবের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়