নিজস্ব প্রতিবেদক :
বাংলা নববর্ষ ১৪৩০ উদ্যাপন উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়, এরপর আশপাশ এলাকা প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসের ডাঃ তনয় কুমার বর্মণ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নবনিতা সরকার ত্বন্নি সহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, উপজেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ।
মঙ্গল শোভাযাত্রায় আবহমান বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়। শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমীর কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা নববর্ষের ঐতিহ্যকে তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শোভাযাত্রায় বাংলার ঐতিহ্য ও সাংস্কৃতিক জীবন ধারাকে ধরে রাখতে সবার প্রতি অনুরোধ জানানো হয়।
এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বাংলা নববর্ষ উদ্যাপন করা হয়েছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়