কানাইঘাট নিউজ ডেস্ক :
সিলেটের কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার (২৫ মার্চ) আনুমানিক দুপুর ২টার দিকে জকিগঞ্জ থেকে বিআরটিসি বাসে করে সিলেট আসার পথে সড়কের বাজার এলাকায় এই দুর্ঘটনার শিকার হন হাসান নামের এই যুবক।
তিনি জালালাবাদ থানার টুকেরবাজার ইউনিয়নের পিরপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে। তাঁর বয়স আনুমানিক ২০ বছর। তিনি পেশায় জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসি বাসের সুপারভাইজার ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর হাসান আহমদকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (সিওমেক) নিয়ে আসেন কিছু লোকজন।
জানা যায়, দুপুর দুইটার দিকে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা বাসটি সড়কের বাজার এলাকা অতিক্রম করছিল। এসময় বাসের দরজায় দাঁড়িয়ে ছিলেন সুপারভাইজার। ভাঙ্গা রাস্তায় হঠাৎ বাসটি ঝাঁকুনি দিয়ে উঠলে ছিঁটকে রাস্তায় পড়ে যান হাসান। এতে তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
ওসমানী হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ জুয়েল আহমদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সিলেটভিউকে বলেন, ‘দুপুরের দিকে কিছু লোক হাসানকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
সূত্র: সিলেট ভিউ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়