Tuesday, March 21

কানাইঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সন্ধিপন এডুকেশন ট্রাস্ট


কানাইঘাট নিউজ ডেস্ক :

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী বলেছেন, 'শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানুষকে ভালোবাসা,গরীব,অসহায় মানুষের পাশে থাকা। কারণ শিক্ষা মানুষকে বিনয়ী করে তোলে। উচ্চ শিক্ষা সম্পন্ন করে তোমরা যে যেখানে যাবে সেখান থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাবে।'

আশিক উদ্দিন চৌধুরী সোমবার( ২০ মার্চ)  কানাইঘাট উপজেলার সন্ধিপন এডুকেশন ট্রাস্ট কর্তৃক আয়োজিত এইচএসসি-আলিম উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ট্রাস্টের সভাপতি ছালিম আছলামের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক শুয়াইব নাঈমের উপস্থাপনায় অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত)  আব্দুর রাজ্জাক চৌধুরী। 

অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য দেন ৯ নং রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাব সভাপতি ও এশিয়ান টেলিভিশন সিলেটের প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, গাছবাড়ি উইমেন্স কলেজের শিক্ষা ও ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমদ চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের  সহ সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী,আইইএলটিসের জনপ্রিয় শিক্ষক তোফায়েল আহমদ, এমসি বিশ্ববিদ্যালয়েরর সাবেক মেধাবী শিক্ষার্থী ও কলাম লেখক আবু বকর সিদ্দিক, ঝিংগাবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সাধারণ সম্পাদক শাহেদুল করিম চৌধুরী, ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক বুলবুল আহমদ ।

উপস্থিত ছিলেন ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য রফিক আহমদ, আব্দুল কাদির, নাঈম উদ্দিন, শিক্ষক রুহে আলম, এমাদ উদ্দিন প্রমুখ।

অনুষ্টানের শেষে  প্রায় দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীদের সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়