Thursday, March 30

আল্লামা আলিম উদ্দিন দুর্লভপুরী অসুস্থ, হাসপাতালে ভর্তি

 


নিজস্ব প্রতিবেদক :

কানাইঘাট দারুল উলুম দারুল হাদিস  মাদ্রাসার নাইবে মুহতামিম ও জমিয়তে উলামা বাংলাদেশের সভাপতি শায়খুল হাদীস আল্লামা আলিম উদ্দিন শায়খে দুর্লভপুরী অসুস্থ হয়ে পড়েছেন ।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার (২৯ মার্চ) সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

এদিকে বুধবার (২৯ মার্চ) অসুস্থ আলিম উদ্দিন দুর্লভপুরীকে সিলেট আল হারামাইন  হাসপাতালে দেখতে যান কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ চৌধুরী,সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট মামুন রশীদ । 


কানাইঘাট মাদ্রাসার নাইবে মুহতামিম শায়খুল হাদীস আল্লামা আলিম উদ্দিন শায়খে দুর্লভপুরীর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়