Saturday, February 4

সিলেট-৫ আসনে তৎপর আ.লীগের মাসুক উদ্দিন আহমদ


নিজস্ব প্রতিবেদক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ দলের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় অব্যাহত রেখেছেন।

প্রতিদিন বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ কানাইঘাট-জকিগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁজ-খবর রাখার পাশাপাশি দলের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সহ সর্বস্তরের মানুষের সাথে বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে সভা-সমাবেশ করে যাচ্ছেন। 

শুক্রবার বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ দিনভর কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট বাজার, বড়বন্দ বাজার সহ বড়চতুল ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সহ সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সিলেট বারের বিশিষ্ট আইনজীবি এডভোকেট আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যাংকার মোঃ জাকারিয়া, আওয়ামী লীগ নেতা ফখর উদ্দিন, এডভোকেট আশিক উদ্দিন, আব্দুল লতিফ, বোরহান উদ্দিন মহরি, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন, সদর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, বড়চতুল ইউপি শাখা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ আম্বিয়া, সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ জামিল, আওয়ামী লীগ নেতা কাওছার আহমদ মেম্বার, আফতাব উদ্দিন, আনফর আলী কুটি মিয়া, আব্দুল হক সহ লক্ষীপ্রসাদ পশ্চিম, বড়চতুল ইউনিয়ন শাখা আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

মতবিনিময়কালে সিলেট-৫ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরী আওয়ামী লীগের সভানেত্রী বিশ্বের সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের মাধ্যমে দেশ আজ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করার জন্য বিএনপি জামায়াত দেশের নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে, তাদের এসব অপকর্মের জবাব দিতে দেশবাসী সোচ্চার রয়েছেন। তিনি আরো বলেন, দীর্ঘদিন থেকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগকে শক্তিশালী করার পাশাপাশি তার জন্মস্থান জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষের সেবা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে দল তাকে মনোনয়ন দিলে দলকে শক্তিশালী করার পাশাপাশি এজনপদের কাঙ্খিত উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়নে কাজ করে যাবেন। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়