Saturday, February 4

কানাইঘাট পৌর আ.লীগের ১নং ওয়ার্ডের বর্ধিত সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাট পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা শুক্রবার বিকেল ৩টায় রামপুর পৌর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। 

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা বাবুল আহমদের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি কে.এইচ.এম আব্দুল্লাহ। প্রধান বক্তা ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাজা শামীম আহমদ শাহিন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আফজাল হোসেন রিজভী। বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান, ফয়সল আহমদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বেলাল। 

ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে বর্ধিত সভায় পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটি শীঘ্রই ঘোষণা করা হবে। প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড জনসাধারণের সামনে তুলে ধরার জন্য দলের নেতাকর্মীদের প্রতি নেতৃবৃন্দ আহ্বান জানিয়ে বলেন, বিএনপি-জামায়াতের যে কোন ধরনের অপতৎরপরতার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের জনমত গড়ে তুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুণরায় ক্ষমতায় নিয়ে আসার জন্য আহ্বান জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়