নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কানাইঘাটে হাজী তাহির আলী ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বারের মতো প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৩ ফেব্রুয়ারি) সাঁতবাক ইউনিয়নের জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল ফয়েজের সভাপতিত্বে ও যুবনেতা আশিকুর রহমান বুলবুলের সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য অ্যাডভোকেট আব্দুল খালিক,সাঁতবাক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে জেলা যুবলীগ নেতা শাহীন আহমদ,এনটিভি ইউরোপের সিলেট প্রতিনিধি সাজলু লস্কর,কানাইঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছ,যুব নেতা কাওছার আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, 'বৃত্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ঘটে। এসব শিক্ষামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার ব্যাপক উৎসাহ তৈরি হয়। তিনি শিক্ষার্থীদের কল্যাণে বৃত্তি প্রদান করায় ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল ফয়েজের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠান শেষে বৃত্তি প্রাপ্ত ৩০০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়