নিজস্ব প্রতিবেদকঃ
গরীব অসহায় মানুষের ঘরে ঘরে শীতবস্ত্র পৌঁছে দিয়েছে মাঝপাড়া আদর্শ যুব কল্যাণ সংস্থার সদস্যরা।
সোমবার (৩০ জানুয়ারি) রাতে সংস্থার সদস্যরা শীতবস্ত্র বিতরণ করেন।
সংস্থার সাধারণ সম্পাদক ফিরদাউস আলম বলেন, আমরা আমাদের নিজ উদ্যোগে এলাকার গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পারায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আমরা যেন সবসময় এভাবে মানব সেবায় নিয়োজিত থাকতে পারি। যারা আমাদের এই উদ্যোগের সঙ্গে নানাভাবে সহায়তা করেছেন বিশেষ করে প্রবাসীরা সবার প্রতি কৃতজ্ঞতা।
এসময় উপস্থিত ছিলেন- সংস্থার সহ-সভাপতি জুবায়ের আহমেদ, কোষাধ্যক্ষ সুয়েবুর রহমান, সহ- কোষাধ্যক্ষ আব্দুল কাদির,আলি আহসান,শাহরিয়া, কামরুল আলম,মাহফুজ আলম সহ অন্যান্যরা।
উল্লেখ্য, ২০২০ সালে মাঝপাড়া আদর্শ যুব কল্যাণ সংস্থার যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই নানামুখী সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা। যার ফলস্বরূপ গত বছরের ডিসেম্বর মাসে 'মোহনা সাহিত্য সংস্কৃতি সংসদ' নামক সংগঠনের পক্ষ থেকে সেরা সংগঠন পুরস্কার অর্জন করে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়