Wednesday, January 11

গ্রামীণ ব্যাংক বড়চতুল কানাইঘাট শাখার উদ্যোগে সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ


নিজস্ব প্রতিবেদকঃ 

সারা দেশের ন্যায় সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামীণ ব্যাংক শাখার উদ্যোগে সংগ্রামী সদস্যদের মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়েছে।   

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার গ্রামীণ ব্যাংক বড়চতুল, কানাইঘাট শাখার উদ্যোগে ৩০ জন সংগ্রামী সদস্য ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

গ্রামীণ ব্যাংক বড়চতুল শাখা ব্যবস্থাপক মোঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও সেকেন্ড ম্যানেজার সনজিত দাস রানুর সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গ্রামীণ ব্যাংক জৈন্তাপুর এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ শাহজাহান চৌধুরী।   

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চতুল বাজারের ব্যবসায়ী সাইদুর রহমান, সোলেমান আহমদ, শিক্ষক মাহফুজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, বড়চতুল শাখা অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ সুবিধাভোগীরা।







শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়