Tuesday, January 31

সাংবাদিক আলা উদ্দিনের প্রবাসযাত্রায় সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদকঃ

দৈনিক সিলেটের ডাক পত্রিকার কানাইঘাট উপজেলা প্রতিনিধি ও কানাইঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক আলা উদ্দিনের সংক্ষিপ্ত প্রবাসযাত্রা উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) রাত ৮টায় তাকে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায়, সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কানাইঘাট থানার সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ, সংবর্ধিত সাংবাদিক আলা উদ্দিন, ক্লাবের সহ সম্পাদক মাহবুবুর রশিদ, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ অনুপ, সদস্য মাও. আসআদ উদ্দিন, সমাজকর্মী আশরাফুল আম্বিয়া, ব্যবসায়ী শাহ আলম, হারুন রশিদ।

সাংবাদিক আলা উদ্দিন মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব-আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে কিছুদিন অবস্থান করে পরবর্তীতে তিনি কাতার, ওমান ভ্রমণ শেষে পবিত্র ওমরাহ হজ্জ্ব পালনের জন্য সৌদিআরবে পৌঁছাবেন। হজ্জ্ব পালন শেষে মার্চের প্রথম সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে তার।

এ ৪টি দেশে অবস্থানকালে সেখানে বসবাসরত প্রবাসি কানাইঘাটের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হবে।

সাংবাদিক আলা উদ্দিন সংক্ষিপ্ত প্রবাস যাত্রাকালে সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্খিদের কাছে দোয়া চেয়েছেন।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়