Tuesday, January 10

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কানাইঘাট আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি


নিজস্ব প্রতিবেদকঃ 

১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুারালে পুষ্পস্তপক অর্পন করা হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন চত্ত্বরে নির্মিত বঙ্গবন্ধু ম্যুারালে শ্রদ্ধাঞ্জলি অর্পনকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জেলা পরিষদ সদস্য মস্তাক আহমদ পলাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, সহ সভাপতি সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন, মাসুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, শ্রী রিংকু চক্রবর্তী, নাজমুল ইসলাম হারুন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, আব্দুল হেকিম শামীম, শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক কাউন্সিলর বিলাল আহমদ, পৌর আওয়ামী লীগের সভাপতি কেএইচএম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক খাজা শামীম আহমদ শাহিন, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য শামীম আহমদ, ইকবাল হোসেন, সাবেক কাউন্সিলর তাজ উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হারিছ উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজী শরিফ উদ্দিন, সদর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, বড়চতুল ইউপি আওয়ামী লীগ নেতা শাহিন উদ্দিন মহরি, সাবেক ছাত্রনেতা মামুন রশিদ রাজু, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রেজোয়ান এইচ মিনু সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। 

পুষ্পস্তপক অর্পন পরবর্তী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের তাৎপর্য তুলে ধরে কানাইঘাট উত্তর বাজারস্থ আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়