নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বীরদল এন.এম. একাডেমির হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার মহি উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক শাহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরদল এন.এম. একাডেমির প্রধান শিক্ষক মাহবুবুল হক।
বিশেষ অতিথির বক্তব্য দেন মানবাধিকার কর্মী মুহিবুর রহমান মনির, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার চন্দ,স্বাস্থ্য পরিদর্শক ডা. ময়নুল হক,সিনিয়র শিক্ষক দিলদার হোসেন,সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা জোস্না রাণী দাস,বিদ্যালয়ের সাবেক শিক্ষক বৃটেন প্রবাসী রুহুল আমিন।
এছাড়াও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম, মিছবাউল আলম,শাহীন আহমদ চৌধুরী, আছমাতুন নাহার,বড়দেশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জসিম উদ্দিনসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়