নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে সিলেট জেলা প্রেসক্লাব-সীমান্তিক আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সম্মাননা পুরষ্কার পেয়েছে কানাইঘাট প্রেসক্লাব।
শুক্রবার(১৩ জানুয়ারি) সকাল ১১টায় সিলেট আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের ইনডোরে দিনব্যাপী অনুষ্ঠিত উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করে কানাইঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সুজন চন্দ অনুপ ও সদস্য হাফিজ আহমদ সুজন জুটি।
খেলা শেষে অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রেসক্লাবকে সম্মাননা স্মারক ও খেলোয়াড়দেরকে মেডেল তুলে দেন সীমান্তিকের চেয়ারম্যান শামীম আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আল-আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সামির মাহমুদ, সিনিয়র সহ সভাপতি মঈন উদ্দিন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সীমান্তিকের নির্বাহী পরিচালক কাজী মোর্শেদুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আলী আকবর চৌধুরী কুহিনুর, জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠু দাস জয় সহ জেলা প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের অংশগ্রহণকারী কানাইঘাট প্রেসক্লাব জুটি সুজন চন্দ অনুপ ও হাজিফ আহমদ সুজনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। আজ রাত ৮টায় তাদের ফুলেল শুভেচ্ছা জানান ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, কার্যনির্বাহী সদস্য আলা উদ্দিন। প্রেসক্লাব নেতৃবৃন্দ জেলা প্রেসক্লাবের উদ্যোগে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করায় ধন্যবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় হওয়ার পাশাপাশি খেলাধূলায়ও গণমাধ্যম কর্মীরা এগিয়ে যাবেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়