নিজস্ব প্রতিবেদক:
সারা দেশের ন্যায় সিলেটের কানাইঘাট উপজেলায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সংগ্রামী সদস্যদের মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার গ্রামীণ ব্যাংক কানাইঘাট শাখার উদ্যোগে ৫০ জন সংগ্রামী সদস্য ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগে উপজেলার অন্যান্য ইউনিটেও একইভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কানাইঘাট শাখা ব্যবস্থাপক মোঃ এরফাত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও সেকেন্ড ম্যানেজার এ.কে এম সালেহ'র সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কানাইঘাট বাজারের ব্যবসায়ী হাজী লুৎফুর রহমান, কবির হোসেন, মুলাগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব উদ্দিন, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর উদ্দিন, সুরইঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, কানাইঘাট শাখা অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ সুবিধাভোগীরা।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়