নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ, রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডিস্ট্রিক্ট-৩২৮২-এর এসিস্ট্যান্ট গভর্নর ২০২৩-২৪ মনোনিত হয়েছেন।
গত (৩১ ডিসেম্বর) ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান একটি পত্রের মাধ্যমে তাকে মনোনিত করেন। এছাড়াও রোটারিয়ান বুলবুলকে সামাজিক ও মানবিক কার্যক্রমে অবদান রাখায় পল হ্যারিস ফেলো (পিএইচএফ) উপাধিতে ভূষিত করে সম্মাননা প্রদান করে রোটারি ইন্টারন্যাশনাল।
রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল ইতিমধ্যে রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির সেক্রেটারী ও প্রেসিডেন্ট’র দায়িত্ব পালন করেছেন। তিনি সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং জাতীয় দৈনিক বর্তমান পত্রিকার সিলেট ব্যুরো চিফের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রকাশনা ও লাইব্রেরী কমিটির কো-চেয়ারম্যান এবং রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়