নিজস্ব প্রতিবেদক:
‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এ স্লোগানকে সামনে রেখে সিলেটের কানাইঘাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় মানববন্ধন পরবর্তী আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিনের সভাপতিত্বে ও কমিটির সহ-সভাপতি মাস্টার ইয়াহিয়ার সঞ্চালনায় দুর্নীতি বিরোধী এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি।
এছাড়া আলোচনা সভায় মানবাধিকারকর্মী যুক্তরাষ্ট্র প্রবাসী মুহিবুর রহমান মনির, বীরদল এন এম একাডেমির সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, রামিজা বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবুল কালাম, সংরক্ষিত নারী ইউপি সদস্য জোস্না রাণী দাস, আব্দুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহেদ হোসাইন রাহীন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস ছাত্তার মাছুম, সোনার বাংলা একাডেমির সহকারী শিক্ষক জাহিদ হাসান, আবিদা সুলতানা, তাহমিনা ইসলাম আফরিন, কানাইঘাট বাজারের ব্যবসায়ী আব্দুল কাদিরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে যার যার অবস্থান থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়