Thursday, December 8

জৈন্তাপুরে যুক্তরাজ্য প্রবাসীর অর্থায়নে মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক:

মহরম চ্যারিটি অর্গানাইজেশনের সভাপতি ও লন্ডন প্রবাসী হাজী মহরম আলীর অর্থায়নে সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নে অবস্থিত দারুল কাওছার রাহমানিয়া হাফিজিয়া ফুলতল মাদ্রাসার নব-নির্মিত আধুনিক ভবনের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার বিকেলের দিকে কানাইঘাট দারুল উলুম দারুল হাদিস মাদ্রাসার মুহতামিম বিশিষ্ট আলেমে দ্বীন মুহাম্মদ বিন ইদ্রিস শায়েখে লক্ষীপুরী মাদ্রাসার নতুন ভবনটির উদ্বোধন করেন।

মাদ্রাসার পরিচালক হাফিজ মামুনুর রশিদের সভাপতিত্বে ও কানাইঘাট মাদ্রাসার সহকারী শিক্ষক ক্বারী হারুনুর রশিদ চতুলীর  পরিচালনায় উদ্বোধন ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, চতুল ঈদগাঁহ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হক,কানাইঘাট মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুবশ্বির আলী,সরুফৌদ মাদ্রাসার মুহাদ্দিস ক্বারী সাজ্জাদুর রহমান, মহরম চ্যারিটি অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ক্বারী তৈয়বুর রহমান,মাওলানা কামাল উদ্দিন, মাওলানা শুয়াইবুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠান ও দোয়া মাহফিল শেষে মহরম চ্যারিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে শিরনী বিতরণ করা হয়।







শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়