Friday, December 9

কানাইঘাট প্রেসক্লাব সভাপতি সংবর্ধিত


নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রে রোটারি ইন্টারন্যাশনাল কনভেশনে অংশগ্রহণ শেষে রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির প্রেসিডেন্ট ও কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি, এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফকে যুক্তরাষ্ট্র থেকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

শুক্রবার(৯ ডিসেম্বর) বাদ জুমআ সাংবাদিক রোটারিয়ান শাহজাহান সেলিমের জন্মস্থান কানাইঘাট সাতবাঁক ইউনিয়নের ভবানীগঞ্জ গ্রামবাসীর উদ্যোগে গ্রামের নবনির্মিত কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এ সংবর্ধনা প্রদান করা হয়। 

এলাকার প্রবীণ মুরব্বী ক্বারী রাশীদ আলীর সভাপতিত্বে ও সংবাদকর্মী হাফিজ আহমদ সুজনের পরিচালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান প্রতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তায়্যিব শামীম। বিশেষ অতিথি ছিলেন, সংবর্ধিত অতিথি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, ইউপি সদস্য মাও. হারিছ নোমানী। 

বক্তব্য দেন, ভবানীগঞ্জ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর শামীম কামরুল, ইউপি সদস্য মাসুক উদ্দিন, ভবানীগঞ্জ জামে মসজিদের কোষাধ্যক্ষ সেলিম আহমদ, মসজিদের খতিব হাফিজ অলিউর রহমান। 

উপস্থিত ছিলেন, গ্রামের মুরব্বি হাজী জমির উদ্দিন, আব্দুল মান্নান, নুর উদ্দিন, রহিম উদ্দিন, আলাউর রহমান, জয়নাল আবেদিন, হাফিজ আব্দুল মতিন, যুব সংগঠক অলিউর রহমান, ফয়সাল আহমদ, ওহিদুর রহমান, নুরুল আমিন, হাবিবুর রহমান, আলি আহমদ, হাফিজ নাঈমুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম সহ বক্তারা বলেন, রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল একজন দক্ষ যুব সংগঠক। দীর্ঘদিন থেকে সাংবাদিকতার পেশা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে রাস্তা-ঘাট, শিক্ষা-প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা সহ এলাকার আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রে ৩ মাস অবস্থান করে রোটারি ইন্টারন্যাশনাল কনভেশনে অংশগ্রহণ করে সেখান থেকে অনেক সম্মান ভয়ে এনেছেন রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল। যার কারনে এলাকাবাসী অত্যন্ত গর্বিত। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে মানবিক সকল কার্যক্রমে তার সম্পৃক্ততা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সবাই। 

সংবর্ধিত অতিথি সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল বলেন, রোটারি ইন্টারন্যাশনাল কনভেশনে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত কানাইঘাটবাসীর পক্ষ থেকে যে আতীতেয়তা পেয়েছেন তা তিনি কখনও ভুলবেন না। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি রোটারির সাথে সম্পৃক্ত ইন্টারন্যাশনাল অনেক ব্যক্তিত্বের সাথে পরিচিত হয়েছেন। পাশাপাশি তাকে সেদেশের অনেক প্রতিষ্ঠান এবং বাংলাদেশী সংগঠন সম্মাননা প্রদান করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ এলাকার সর্বমহল তাঁর খোজ-খবর নেয়ায় কৃতজ্ঞতা জানিয়ে সব-সময় মানুষের পাশে থেকে এলাকাবাসীর জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।  

অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি শাহজাহান সেলিম বুলবুলকে এলাকাবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয় এবং সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। 




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়