Wednesday, December 28

গোলাপগঞ্জ বহরগ্রাম মাদরাসায় সেমিনার কাল


কানাইঘাট নিউজ ডেস্ক :

জামেয়া ইসলামিয়া বহরগ্রাম গোলাপগঞ্জে'মাদ্রাসার শিক্ষার্থীদের পরিচয় কি এবং তাদের গন্তব্য কোথায়' শীর্ষক এক সেমিনার বৃহস্পতিবার(২৯ ডিসেম্বর) জামেয়ার ছাত্রাবাস মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

আল মানার ছাত্র সংসদের আয়োজনে এ সেমিনার দুপুর ১২ টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে।

সদরে এদারা আল্লামা শায়খ জিয়া উদ্দিন ও মাদরাসার মুহতামিম মাওলানা এনামুল হকের সভাপতিত্বে সেমিনারে আলোচনা করবেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা আবু সাবের আবদুল্লাহ, কথা সাহিত্যিক বিশিষ্ট কলামিষ্ট মাওলানা যাইনুল আবেদীন,   বহুগ্রন্থ প্রণেতা বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী সহ আরো অনেকে।

উক্ত সেমিনারে সকলের উপস্থিতি কামনা করেছেন আল মানার ছাত্র সংসদের সভাপতি মাওলানা হাবীবুল্লাহ দুর্লভপুরীর।(প্রেস বিজ্ঞপ্তি)


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়