নিজস্ব প্রতিবেদক:
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বিজয় দিবসের সূচনালগ্নে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তপক করা হয়েছে।
এছাড়াও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে সকাল ৯টায় উপজেলা প্রশাসন চত্ত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারালেও পুষ্পস্তপক অর্পণ করা হয়।
পুষ্পস্তপক অর্পনকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখর উদ্দিন শামীম, মাসুক উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজী শরিফ উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম মাহবুবুল আম্বিয়া, যুগ্ম আহ্বায়ক গোলাম মস্তফা রাসেল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হারিছ উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বেলাল সহ সংগঠনের নেতাকর্মীরা।
পুষ্পস্তপক অর্পণকালে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, জাতির পিতা মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশ
স্বাধীন হয়েছে। তারই সুযোগ্য কন্যা আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহান মুক্তিযোদ্ধের আদর্শকে ধারণ করে দেশ আজ সবদিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা বজায় রাখতে বিজয় দিবসের চেতনাকে লালন করে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসার জন্য তারা দেশবাসীর প্রতি আহ্বান জানান।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়