নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদযাপন ও পুরস্কার বিতরণ, সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার(৯ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন দফতর সহ বেসরকারি প্রতিষ্ঠানের বেশ কিছু স্টল অংশগ্রহণ করে। এসব স্টলে সরকারের প্রতিটি দফতর ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিক ডিজিটাল সেবার নানা পরিধি তুলে ধরেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন নাহার আশার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এমদাদুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হায়দার আলী, কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মণ, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।
সমাপনী অনুষ্ঠান শেষে ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) মুনমুন নাহার আশা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের শুভ সূচনা করেছিলেন। আজ দেশের সকল নাগরিক একদিকে যেমন ডিজিটাল সেবা তাৎক্ষণিক ভাবে গ্রহণ করেছেন। অপরদিকে সরকারের সকল দফতর ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল সেবার আওতায় আনার কারনে কোন ধরনের হয়রানি ছাড়াই সহজেই সেবা গ্রহণ করে আসছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়