Wednesday, November 30

সংবাদকর্মী আসআদ এর পিতার দাফন সম্পন্ন ,কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক


নিজস্ব প্রতিবেদক:

ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের সদস্য, দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার কানাইঘাট উপজেলা প্রতিনিধি, কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা আসআদ আহমদ এর পিতা পৌরসভার দুর্লভপুর গ্রাম নিবাসী হাফিজ ইসহাক আলীর দাফন সম্পন্ন হয়েছে। 

প্রবাস থেকে দেশে আসার পর কয়েক মাস অসুস্থ থাকার গত মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে নিজ বাড়িতে মারা যান হাফিজ ইসহাক আলী(ইন্নানিল্লাহি.........রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী সহ দুই ছেলে-দুই মেয়ে রেখে গেছেন। 

বুধবার(৩০ নভেম্বর)  বাদ যোহর দুর্লভপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে এলাকার সর্বস্তরের লোকজন সহ কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পরে লাশ গ্রামের গুরুস্তানে দাফন করা হয়। 

এদিকে কানাইঘাট প্রেসক্লাবের সদস্য মাওলানা আসআদ আহমদ এর পিতা সমাজসেবী হাফিজ ইসহাক আলীর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত করে শোক প্রকাশ করেছেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, বর্তমান সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ নেতৃবৃন্দ।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়