নিজস্ব প্রতিবেদক:
ছাত্র জমিয়ত বাংলাদেশ, কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৪ অক্টোবর) সন্ধ্যায় কানাইঘাট ডাকবাংলো মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সালাহ উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রকাশনা সম্পাদক মাওলানা মখলিছুর রহমান রাজাগঞ্জী।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুফতি নাসির উদ্দিন খাঁন।
প্রশিক্ষণমূলক বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুফতি এবাদুর রহমান,মাওলানা হাবিব আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হুসাইন, পৌর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা খালেদ আহমদ,উপজেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন,উপজেলা জমিয়তের সদস্য ও ইউপি সদস্য মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জামাল উদ্দিন,সদর ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি মুসলিম আহমদ নাসিম সহ উপজেলা ছাত্র জমিয়তের নেতৃবন্দ।
পরে মাওলানা মখলিছুর রহমান রাজাগঞ্জীর মোনাজাতের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘটে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়