Saturday, October 22

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কানাইঘাটে র‌্যালি ও সভা


নিজস্ব প্রতিবেদক:

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১১টায় র‌্যালী পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা অসিম দে পাপ্পুর পরিচালনায় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন, কানাইঘাটে কর্মরত জাইকার কর্মকর্তা ফারুক আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংবাদিক মুমিন রশিদ, মহিলা ইউপি সদস্যা জাহানারা বেগম প্রমুখ। 

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে নিরাপদ সড়ক দিবসে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন, প্রতিদিন সচেতনতার অভাবে সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যু হয়। সরকার সড়ককে নিরাপদ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনা বাড়াতে ২২ অক্টোবরকে জাতীয় সড়ক দিবস হিসেবে ঘোষণা করেছেন। যাতে করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের পাশাপাশি ট্রাফিক আইন মেনে যানবাহন চলাচল ও পথচারীরা নির্দিষ্ট স্থান দিয়ে যাতায়াত করে থাকেন। সড়ক নিরাপত্তা সংক্রান্ত শ্লোগানগুলি বাস্তবায়নে জনসচেতনা নিশ্চিত করতে পারলে মানুষের প্রাণহানি কমিয়ে আনা সহ নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব হবে। 



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়