নিজস্ব প্রতিবেদক:
সিলেট জেলা পরিষদের নির্বাচনে ১২ ও ১৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে বিজয়ী হয়েছেন মনিজা বেগম। তিনি ১২ ও ১৩নং ওয়ার্ডের দু’টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে (হরিণ) প্রতীকে ১৬০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের সার্বিক ফলাফলে ১২নং ওয়ার্ডের কানাইঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়াম ভোট কেন্দ্রে বিজয়ী মনিজা বেগম কাস্টিং ১১৯ ভোটরে মধ্যে ১০৩ ভোট এবং ১৩নং ওয়ার্ডের জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম ভোট কেন্দ্রে ৫৭ ভোট পান। তার নিকটতম একমাত্র প্রতিদ্বদ্বী সংরক্ষিত ১২ ও ১৩নং ওয়ার্ডের সাবেক মহিলা সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী (ফুটবল) প্রতীক ৭৫ ভোট পেয়েছেন।
বেসরকারি ভাবে নির্বাচিত মনিজা বেগমের বাড়ি হচ্ছে কানাইঘাট উপজেলার ছত্রপুর গ্রামে। তার স্বামী সাব্বির আহমদ সুনামগঞ্জ সরকারি কলেজের সিনিয়র সহকারী অধ্যাপক।
বিজয়ী মনিজা বেগম জেলা পরিষদের নির্বাচনে ১২ ও ১৩নং ওয়ার্ডের ভোটাররা তাকে বিপুল ভোটে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়