নিজস্ব প্রতিবেদক:
হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিনকে দেখতে গিয়েছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ চৌধুরী।
মঙ্গলবার পৃথক ভাবে তারা অসুস্থ জামাল উদ্দিনকে দেখতে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন ও সুস্থতার জন্য দোয়া করেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা শেষে গত সোমবার রাতে জামাল উদ্দিনের এনজিওগ্রাম করা হয় এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কানাইঘাটের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ সাবেক ছাত্রনেতা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জামাল উদ্দিনের সার্বিক চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন। সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তার চিকিৎসার খোঁজ-খবর নেয়া সহ সুস্থতার জন্য দোয়া করায় জামাল উদ্দিন সভার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়