নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কানাইঘাটে জাল নোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক, সিলেটের আয়োজনে ও সোনালী ব্যাংক কানাইঘাট শাখার তত্ত্বাবধানে বৃহস্পতিবার(২৭ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও সোনালী ব্যাংক কানাইঘাট শাখার সিনিয়র অফিসার ফখরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন, সোনালী ব্যাংক কানাইঘাট শাখার ম্যানেজার (পিও) শুভ ব্রত শর্ম্মা। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক রিসোর্স পার্সন জামাল উদ্দিন চৌধুরী, যুগ্ম ব্যবস্থাপক (ক্যাশ) আবু তাহির মোঃ হাবিবুল্লাহ, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম।
বক্তব্য দেন, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। কানাইঘাট উপজেলায় অবস্থিত সকল সরকারি-বেসরকারি ব্যাংকের শাখা ব্যাবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, সূধীজন সহ নানা শ্রেণি-পেশার লোকজনদের উপস্থিতিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জাল নোট ব্যবসার সাথে যারা জড়িত রয়েছে তারা হচ্ছে রাষ্ট্র ও জনগণের শক্র । এই চক্রটি বিভিন্ন উৎসবের সময় দেশের সব জায়গায় অধিক মুনাফার জন্য জনসাধারণকে প্রতারিত করতে জালনোট হাট-বাজার সহ সবখানে ছড়িয়ে দেয়। বিশেষ করে কানাইঘাট উপজেলা সীমান্তবর্তী একটি জনপদ হওয়ার কারনে পাশ্ববর্তী দেশ থেকে চোরাকারবারীদের মাধ্যমে জাল নোট আসার প্রবণতা রয়েছে। জনসচেতনতার মাধ্যমে জালনোটের প্রচলন প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি জালনোট চিহ্নিত করতে আমাদের আশেপাশে সবাইকে বেশি করে সচেতন করতে হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, সোনালী ব্যাংকের গ্রাহক মোঃ জাকারিয়া, গীতা পাঠ করেন সোনালী ব্যাংকের কর্মকর্তা নকুল সূত্রধর।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়