Thursday, October 13

শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে কানাইঘাটে প্রস্তুতি সভা


নিজস্ব প্রতিবেদক:

আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা  বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মাও. জামাল উদ্দিন, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাও. সামছুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

প্রস্তুতি সভায় আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঐদিন সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসন চত্ত¡রে অস্থায়ী ভাবে নির্মিত শেখ রাসেলে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ৯টায় বর্ণাঢ্য র‌্যালী পরবর্তী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা সহ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়াও দিবসটি সকল শিক্ষা প্রতিষ্ঠানে পালনের জন্য সভা থেকে নির্দেশনা দেয়া হয়। 



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়