মাহবুবুর রশিদ::
সিলেট বিভাগীয় শহর থেকে প্রায় ৫২ কিলোমিটার দূরে উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত কানাইঘাট উপজেলা। ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলা। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের। এ দাবির প্রেক্ষিতে পৌরশহরের প্রশাসনিক এরিয়া রায়গড় গ্রামে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের উদ্যোগ নেয় বর্তমান সরকার।
ফলে এলাকাবাসীর সেই দাবি পূরণ হতে চলেছে। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। দৃষ্টিনন্দন স্টেশনটি এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হওয়ায় খুশি এলাকাবাসী। কারণ, বিগত কয়েক বছরে কানাইঘাটে সরকারি অফিস,কানাইঘাট বাজার,চতুল বাজার,গাছবাড়ী বাজার, বড়দেশ বাজার,সহ বিভিন্ন জায়গায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কাছাকাছি ফায়ার স্টেশন না থাকায় আগুনে পুড়ে মহূর্তেই সব ছারখার হয়ে যায়। উপজেলায় কোনো অগ্নিকান্ডের ঘটনা ঘটলে দ্রæত আগুন নেভানো সম্ভব হয় না। এ উপজেলায় কোথাও আগুন লাগলে এত দিন পাশ্ববর্তী উপজেলা অথবা সিলেট শহর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসত। গাড়ি এসে পৌঁছানোর আগেই অগ্নিকান্ডে পুড়ে সব শেষ হয়ে যেত। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। বর্তমানে কানাইঘাটে ফায়ার স্টেশন নির্মাণ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট মামুন রশীদ বলেন,‘ ফায়ার সার্ভিস স্টেশনের অভাবে কানাইঘাটবাসী এতোদিন কষ্ট পেলেও এখন কষ্ট দূর হবে। দৃষ্টিনন্দন একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ করে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিন বলেন,‘কানাইঘাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ হয়েছে,যা অত্যন্ত খুশির খবর। বিগতদিনে অগ্নিদুর্ঘটনায় এ জনপদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে ফায়ার স্টেশন নির্মানের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে। আমরা দৃষ্টিনন্দন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্ধোধনের অপেক্ষার প্রহর গুনছি।’
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন,‘ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের ফলে এখানকার মানুষের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হয়েছে। এলাকাবাসী এর সুফল পাবেন। আমরা চাই যত দ্রæত স্টেশনটি উদ্বোধন হয়ে কার্যক্রম চালু হোক।’
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ সফিকুল ইসলাম ভ‚ঞা বলেন, ‘কানাইঘাট উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন শুধু সৌন্দর্যবর্ধনের মতো কিছু কাজ বাকি রয়েছে,যেগুলো দ্রুত শেষ করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হয়েছে। কাজ শেষ হলে অচিরেই উদ্ধোধন করা হবে। ’
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়