নিজস্ব প্রতিবেদক:
আসন্ন সিলেট জেলা পরিষদের নির্বাচনে ১২নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মস্তাক আহমদ পলাশের (টিউবওয়েল) প্রতীকের সমর্থনে জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১০ অক্টোবর) বিকেল ২টায় কানাইঘাট গাছবাড়ী বাজারস্থ আনন্দ কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বক্করের সভাপতিত্বে ও সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তায়্যিব শামীমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান। জেলা পরিষদের ১২নং ওয়ার্ডের অর্ন্তভুক্ত জকিগঞ্জের কাজলশাহ ইউনিয়ন, কানাইঘাটের পৌরসভা, লক্ষীপ্রসাদ পূর্ব, লক্ষীপ্রসাদ পশ্চিম, দিঘীরপাড় পূর্ব, সাতবাঁক, কানাইঘাট সদর, দক্ষিণ বাণীগ্রাম, ঝিঙ্গাবাড়ী ও রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সদস্যা এবং পৌরসভার কাউন্সিলরদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে মতবিনিময় সভায় জেলা পরিষদের ১২নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী, সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং কানাইঘাট সাতবাঁক ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ তার বক্তব্যে বলেন, তিনি দীর্ঘদিন থেকে এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন সহ সব-সময় জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষের পাশে থেকে সেবার মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছেন।
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ১২নং ওয়ার্ড থেকে জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে তিনি প্রার্থী হয়েছেন এবং ওয়ার্ডের ১২০ জন ভোটারের কাছ থেকে যে সমর্থন ও সহযোগিতা পেয়ে যাচ্ছেন এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সব সময় তাদের পাশে থাকার ঘোষণা দেন। মস্তাক আহমদ পলাশ আরো বলেন, তিনি যদি নির্বাচিত হন তা হলে ১২নং ওয়ার্ডের জেলা পরিষদের প্রদত্ত উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে এ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে পরিণত করার জন্য দলমতের উর্ধ্বে উঠে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে সব ধরনের উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত শতাধিকের উপরে জনপ্রতিনিধিরা সবাই জেলা পরিষদের ১২নং ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থী, যিনি দীর্ঘদিন থেকে এলাকার উন্নয়নের জন্য কাজ করে আসছেন মস্তাক আহমদ পলাশকে আগামী ১৭ অক্টোবরের নির্বাচনে দলমতের উর্ধ্বে উঠে তার মার্কা (টিউবওয়েল) প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিন, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র মাও. ফখর উদ্দিন, ইউপি সদস্য আব্দুন নুর, নিজাম উদ্দিন, মাহবুবুর রহমান চুন্নু, অলিউর রহমান, সাইদুর রহমান, ফখর উদ্দিন চৌধুরী, শাফিকুল হক তুতা, রুবেল আহমদ, শফিকুল ইসলাম হিরা, চুন্নু মিয়া, রফা বেগম প্রমুখ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়