সিলেটের কানাইঘাট উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন আব্দুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জাহেদ হোসাইন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) কানাইঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৬ অক্টোবর তিনি জেলা পর্যায়ে অংশগ্রহণ করবেন।
শিক্ষকতার পাশাপাশি জাহেদ হোসাইন বাংলাদেশ স্কাউটস কানাইঘাট উপজেলা শাখার যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব ছাড়াও স্কাউটস এর প্রশিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।
শিক্ষার্থীদের গুণগত বিকাশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অত্র উপজেলায় কাব স্কাউটিংসহ স্কাউটের অগ্রগতিতে বিভিন্ন ভূমিকা পালন করে আসছেন যা শৈশব থেকেই শিশুর সামাজিক ও সাংস্কৃতিকভাবে বিকশিত হতে পারছে। এছাড়াও বিদ্যালয়ের কাব দল নিয়ে কাবিংয়ের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। তিনি কানাইঘাট উপজেলা শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষকতা করে আসছেন। তিনি শিল্পকলার অন্যতম মাধ্যম ক্যালিগ্রাফি পেইন্টিং করে জাতীয় ও আন্তর্জাতিক বেশ কিছু প্রদর্শনীতে অংশগ্রহণ করে উপজেলার সুনাম বৃদ্ধি করেছেন। কিছুদিনপূর্বে আমেরিকার নিউইয়র্ক থেকে আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। একি সাথে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (২য় শ্রেণির) প্রফেশলান রেফারি হিসেবে দায়িত্ব পালন করে থেকেন। অবরে করেন কবিতা আবৃত্তি ও সঞ্চালনা।
প্রসঙ্গত, শিক্ষক মোঃ জাহেদ হোসাইন কানাইঘাট উপজেলার তিনসতি গ্রামের সাবেক প্রধান শিক্ষক জনাব আবু বকর (মৃত) এবং মালেকা বেগমের কনিষ্ঠ পুত্র। সাংসারিক জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক।
এদিকে, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ায় উপজেলা শিল্পকলা একাডেমি, গাছবাড়ি সমাজকল্যাণ সমিতি, মুকিগঞ্জ ইসলামি পাঠাগার ও জনকল্যাণ সমিতি, তিনচটি আদর্শ তরুণ সংঘ, কানাইঘাট উপজেলা প্রধান শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি, কানাইঘাটসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একইসাথে সংগঠনের নেতৃবৃন্দ প্রত্যাশা করেন, তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়ে কানাইঘাট শিক্ষাঙ্গনের সুনাম বৃদ্ধি করবেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়