নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের ৫ম তলায় কম্পিউটারের যাবতীয় সামগ্রী নিয়ে নব উদ্যোমে যাত্রা শুরু করেছে 'জে.আর কম্পিউটার' নামক ব্যবসা প্রতিষ্ঠান।
রোববার(৯ অক্টোবর) বিকেলে করিম উল্লাহ মার্কেটের স্বত্ত্বাধিকারী ছানাউল্লাহ ফাহিম আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে জে. আর কম্পিউটার ব্র্যান্ড শপের শুভ উদ্বোধন করেন।
এর আগে এ ব্যবসা প্রতিষ্ঠানের উদ্ধোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে করিমউল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ পাভেল, সিনিয়র সহ-সভাপতি মারুফ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিশু, প্রচার সম্পাদক মুরাদুজ্জামান চৌধুরী, সদস্য মকসুদুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি কাওসার আহমদ, করিমউল্লাহ মার্কেটের ম্যানেজার জামাল মিয়া সহ মার্কেটের সর্বস্থরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদুর রহমান জানান, করিম উল্লাহ মার্কেটের ৫ম তলায় তার প্রথম ব্যবসা প্রতিষ্ঠান ‘জে. আর কম্পিউটারের সফলতায় ও গ্রাহকদের চাহিদা ও সুবিধার্থে একই তলায় তিনি দ্বিতীয় শাখা চালু করেন।
Playing games 바카라 사이트 at real money cellular casinos on-line is getting more and more more in style. Convenience means playing in} any sport, anywhere, from a cellular device or app. Thanks to their relationship with the National Harbor on line casino, BetMGM look likely to to|prone to} be one of many first on-line sportsbooks to launch in Maryland quickly as} on-line sports betting is legalized.
ReplyDelete