Saturday, September 10

সাতবাঁক ইউনিয়ন আ.লীগের সভাপতির দাফন সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক::

সিলেটের কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও প্রবীণ মুরব্বী হাজী মখদ্দুস আলীর দাফন সম্পন্ন হয়েছে। 

শনিবার সকাল ১০টায় তার নিজ গ্রামে দাবাধরণীরমাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে যানাজা শেষে মহল্লার কবরস্থানে দাফন করা হয়। তার যানাজায় সাধারণ মানুষের পাশাপাশি জেলা, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের হাজারো মানুষ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত শুক্রবার বিকাল ৫টায় হাজী মখদ্দুস আলী জটিল রোগে আক্রান্ত হয়ে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। ১ ছেলে ও ৬ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়