নিজস্ব প্রতিবেদক:
একটি মামলায় ৭ দিন কারাভোগের পর কানাইঘাট দিঘীরপার ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও স্থানীয় সড়কের বাজারের ব্যবসায়ী মোঃ সাহাব উদ্দিন জামিনে মুক্তি লাভ করেছেন।
গত বুধবার সিলেটের কানাইঘাট চীফ জুডিসিয়াল বিজ্ঞ আদালত ইউপি সদস্য সাহাব উদ্দিনের জামিন মঞ্জুর করলে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে বিকেলে মুক্তি লাভ করেন তিনি।
জামিনে মুক্তি লাভের পর দিঘীরপার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারন, বাজারের ব্যবসায়ী সহ কয়েক’শ মানুষ রাত সাড়ে ৯টার দিকে ইউপি সদস্য সাহাব উদ্দিনকে নিয়ে সড়কের বাজারে আনন্দ মিছিল বের করেন। তারা ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দিয়ে ইউপি সদস্য সাহাব উদ্দিনকে হয়রানীকারি মামলার বাদী শাহিকুল আলমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের পাশাপাশি মামলাটি প্রত্যাহারের দাবী জানান।
এদিকে ৬দিন জেল খাটার পর জামিনে মুক্তি পেয়ে ইউপি সদস্য সাহাব উদ্দিন তাকে সর্বাত্মক ভাবে তার মুক্তির দাবীতে যারা সহযোগিতা করেছেন এজন্য ওয়ার্ডের সর্বস্তরের জন সাধারন, বাজারের ব্যবসায়ী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা জানান।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়