Saturday, September 3

কানাইঘাটে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু


নিজস্ব প্রতিবেদক::

সিলেটের কানাইঘাটে বজ্রপাতে আব্দুল মুছব্বির (৩৩) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ( ৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের নিহালপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুল মুছব্বির নিহালপুর (আসামপাড়া) গ্রামের ফয়েজ আহমদের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে স্থানীয় হুরমা খালের উত্তর পার্শে আব্দুল মুছব্বির ও তার পিতা ফয়েজ আহমদ ট্র্যাক্টর দিয়ে নিজ জমিতে হাল চাষ করছিলেন। ট্র্যাক্টর চালানো অবস্থায় আব্দুল মুছব্বিরের উপর হঠাৎ বজ্রপাত পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়