Sunday, September 18

কানাইঘাটে জেছিসের টাউন হল মিটিং


নিজস্ব প্রতিবেদক:

কোভিট-১৯ প্রতিরোধ, ঝুঁকি নিরূপণ, কমিউনিটি সম্পৃক্তকরণ ও টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের মাধ্যমে কানাইঘাটে টাউন হল মিটিং অনুষ্টিত হয়েছে৷

রবিবার (১৮ সেপ্টেম্বর)  জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা (জেছিস) এর বাস্তবায়নে ইউনিসেফ ও এডাব এর সহযোহিতায় কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে স্বাস্থ্যবিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমুহের সাথে টাউন হল মিটিং অনুষ্টিত হয় ৷

জেছিসের নির্বাহী পরিচালক ও এডাব সিলেট জেলার সভাপতি এ টি এম বদরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কানাইঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবল চন্দ্র বর্মন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোভিড শুরুর সেই দুঃসময় এখনো আমাদেরকে পীড়া দেয়। কঠিন পরিস্থিতির সম্মুখীন থেকেও আমরা মানুষের সেবায় কাজ করেছি। তবে এখনো মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। কাজেই এ ব্যাপারে ব্যাপক সচেতনতার বিকল্প নেই। এজন্য মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত মাস্ক পরিধান করা, ভ্যাকসিন গ্রহণ, হাত ধোয়ার অভ্যাস বজায় রাখা, ভীড় ও জনসমাগম এড়িয়ে চলার উপর গুরুত্ব দেন তিনি। একই সাথে করোনার গণঠিকা কার্যক্রমে এডাবের এই প্রকল্পের উদ্যোগে পাড়ায় মহল্লায় মাইকিং করে মানুষকে ঠিকা গ্রহণের ক্ষেত্রে আগ্রহী করছে বলে মন্তব্য করেন তিনি। 

এডাবের কোভিড-১৯ প্রকল্পের জেলা সমন্বয়কারী শওকত হাসান আকঞ্জীর সঞ্চালনায় টাউনহল সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, কানাইঘাট উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তন্ময় কুমার, ডাঃ রিয়াজ মাহমুদ তমাল, সাংবাদিক খালেদ আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, প্রকল্পের আইএসপি কর্মকর্তা মনির হোসাইন, জেছিস কর্মকর্তা শাহিন আহমদ, দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশীদ প্রমুখ। 

শুরুতে প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন প্রকল্পের জেলা সমন্বয়কারী শওকত হাসান আকঞ্জী। মতবিনিময় সভায় কানাইঘাটের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ অংশ নেন। 



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়