কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লোভাছড়া ও নূনছড়া চা-বাগানে ৩০০ টাকা মজুরির দাবীতে চা-শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে।
টানা ১১ দিনের মতো এদু’টি চা-বাগানের প্রায় ৩ শতাধিক চা-শ্রমিক চা-বাগানে পাতা উত্তোলন সহ সব ধরনের কাজ বন্ধ করে কর্মবিরতি চালিয়ে যাচ্ছে।
দেশের প্রাচীণতম চা-বাগান লোভাছড়া চা-বাগানের চা-শ্রমিক নেতা কর্ণ কালুয়ার জানিয়েছেন,যতক্ষণ পর্যন্ত ৩০০ টাকা মজুরি প্রদানের ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি গণমাধ্যমে বক্তব্য রাখলে পরবর্তীতে চা-শ্রমিকরা প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে কেন্দ্রীয় চা-শ্রমিক নেতৃবৃন্দের যে ঘোষণা দিবেন তারা তা মেনে নিবেন। দ্রব্য মূল সহ সব জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ার কারনে এবং মাত্র ১২০ টাকাচা-শ্রমিকদের মজুরি দেয়া হয়, যা দিয়ে তাদের দৈনন্দিন জীবন যাপন চালানো একেবারে অসম্ভব বিধায় মজুরি বাড়ানোর দাবীতে তারা আন্দোলনে নেমেছেন।
এদিকে লোভাছড়া ও নূনছড়া চা-বাগানের চা-শ্রমিকরা কর্মবিরত থাকার কারণে প্রতিদিন বাগানের লক্ষ লক্ষ টাকা ক্ষতিসাধন হচ্ছে।
লোভাছড়া ও নূনছড়া চা-বাগানের স্বত্তাধিকারী জেমস্ লিও ফারগুসন নানকা জানান, মজুরিবৃদ্ধির দাবীতে চা-শ্রমিকরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। এতে করে আর্থিক ভাবে বাগান কর্তৃপক্ষকে বড় ধরনের লোকসান গুণতে হচ্ছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়