Saturday, August 6

কানাইঘাটে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের গাছবাড়ী বাজার শাখা উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক ঃ

প্রগ্রেসিভ লাইফ  ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের কানাইঘাট গাছবাড়ী বাজার শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।   

শনিবার সকাল  সাড়ে১১টায় গাছবাড়ী বাজারের আল- আকসা মার্কেটের দ্বিতীয় তলায় উক্ত শাখার উদ্বোধন করা হয়।  

ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান  মাস্টার আবু বক্করের সভাপতিত্বে  ও কানাইঘাট  প্রেসক্লাবের সাধারণ  সম্পাদক  নিজাম  উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট   সরকারি  কলেজের   ভারপ্রাপ্ত   অধ্যক্ষ   লোকমান   হোসেন।   

প্রধান   বক্তা ছিলেন প্রগ্রেসিভ লাইফ  ইন্স্যুরেন্স  কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব অজিৎ চন্দ্র আইছ, বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, আইসিটি বিভাগের প্রভাষক শফিউল আলম চৌধুরী, গাছবাড়ী বাজার ব্যবসায়ী  সমিতির   সাধারণ  সম্পাদক   আওয়ামী লীগ  নেতা   হাবিবুর  রহমান 

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এর ডিএমডি জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত তাজুল  ইসলাম। এলাকার  গণ্যমান্য ব্যক্তিবর্গ,ব্যবসায়ীবৃন্দ,  জনপ্রতিনিধি   ও   কোম্পানীর   কানাইঘাট   গাছবাড়ী  শাখার বিভিন্ন পর্যায়ের মাঠ কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,   ইন্স্যুরেন্স  কোম্পানীতে   যারা   কাজ   করেন,   তারা   দেশের   দরিদ্র   বিমোচন,আত্মনির্ভরশীল পরিবার গঠনে অগ্রনী ভূমিকা পালন করে থাকেন। এটি হচ্ছে একটি মহৎ পেশা, সততা, নিষ্ঠা, আন্তরিকতার সহিত কাজ করলে যে কেউ সফল হতে পারবেন। 

বক্তারা   আরো  বলেন,  সরকার সবাইকে বীমার আওতায় আনার জন্য ইতিমধ্যে   বেশ   কিছু   যুগান্তকারী   প্রদক্ষেপ   গ্রহণ   করেছে।   দেশকে আত্মনির্ভরশীল   হিসাবে   গড়ে   তোলার   পাশাপাশি   প্রতিটি   পরিবারকে   অর্থনৈতিক ভাবে সাবলম্বী করতে সবাইকে বীমা করার উপর গুরুত্ব দিতে হবে।

প্রগ্রেসিভ   লাইফ  ইন্স্যুরেন্স   দেশের অন্যতম   সেরা  ইন্সুরেন্স  কোম্পানী  হিসাবেইতি   মধ্যে   গ্রাহকদের   আস্থা  অর্জন   করতে   সক্ষম   হয়েছে।   প্রবাসী অধ্যুষিত গাছবাড়ী বাজারের  এ  কোম্পানীর  শাখার যাত্রা  শুরু  হওয়ায়  কোম্পানীর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। 

অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে প্রগেসিভ লাইফের কানাইঘাট গাছবাড়ী শাখার শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়