নিজস্ব প্রতিবেদক::
কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এক ব্যক্তিকে আহতের ঘটনায় গ্রেফতারকৃত আজির উদ্দিনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
অভিযোগে জানা যায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গত রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বাজেখেল গ্রামের মৃত ফজলুল হকের পুত্র সামছুর রহমান (৫২) এর বসত বাড়ীতে চড়াও হয়ে দেশীয় লাঠি-সোটা নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে কান্দলা গ্রামের মৃত তৈমুছ আলীর পুত্র আজির উদ্দিন।
গত বুধবার সন্ধ্যার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পীযূষ চন্দ্র সিংহ, পৌর এলাকা থেকে আজির উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হন। আজির উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের আরো ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এর আগে আরো কয়েকবার বিভিন্ন মামলায় সে জেল খাটে বলে স্থানীয়রা জানিয়েছেন। বৃহস্পতিবার থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়