বৃহত্তর জৈন্তিয়া অঞ্চল (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ, উপজেলার তৃণমুল পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)'র আয়োজনে ও জৈন্তাপুর প্রেসক্লাবের সমন্বয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার(২০ আগস্ট) বিকেল ৩টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সনদপত্র বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালার কো-অডিনের্টর শাহ আলম সৈকত'র উপস্থাপনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (তদন্ত) আব্দুর রব, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাব্বির আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ,সহ-সভপতি মিনহাজ উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবিদুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় চার উপজেলার ৭০ জন গণমাধ্যমকর্মী বুনিয়াদি প্রশিক্ষণ এবং অনুসন্ধানমূলক সাংবাদিকতা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়