Thursday, July 28

কানাইঘাটে নতুন বাস স্ট্যান্ডের উদ্বোধন, বাড়বে যাত্রী সেবা


নিজস্ব প্রতিবেদক::

সিলেটের কানাইঘাটে নতুন বাস স্ট্যান্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকাল ৪ টায় সিলেট তামাবিল বাস, মিনিবাস মালিক সমিতির আয়োজনে কানাইঘাট উত্তর বাজারের পূর্বের বাস স্ট্যান্ডের অদূরে উপজেলা রোর্ডের দক্ষিণ পাশে বিশাল পরিসরে নতুন বাস স্ট্যান্ডের উদ্ভোধন করা হয়।

সিলেট তামাবিল মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী নুর উদ্দিনের সভাপতিত্বে ও আল আকসা হাউজিং লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী জেলা বাস, মিনিবাস সমিতির সদস্য আবুযর জামালুদ্দীনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রেড ক্রিসেন্টের পরিচালনা পর্ষদের সদস্য মস্তাক আহমদ পলাশ। 

অনুষ্ঠানে উদ্ভোধক ছিলেন কানাইঘাট পৌর মেয়র লুৎফুর রহমান।


বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউ/পি চেয়ারম্যান মাসুদ আহমদ, সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন, কানাইঘাট থানার সেকেন্ড অফিসার সুহেল মাহমুদ, কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, কোষাধ্যক্ষ নাজির উদ্দিন প্রধান, উপজেলা রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুমিন। 

বক্তব্য দেন কানাইঘাট বাস স্ট্যান্ডের ম্যানেজার ফিরোজ মিয়া প্রমূখ।

নতুন বাস স্ট্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, কানাইঘাটে কোন বাস স্ট্যান্ড ছিলো না। কানাইঘাট উত্তর বাজার থেকে প্রচন্ড যানযটের মধ্যে বাস চলাচল করত যার কারনে যাত্রী সহ সর্ব সাধারণের চলাফেরায় চরম অসুবিধা হতো। বিশাল পরিশরে নতুন বাস স্ট্যান্ডের উদ্বোধনের মধ্যে দিয়ে যাত্রীরা কোন ধরনের হয়রানি ছাড়াই সুন্দর পরিবেশে এখন থেকে বাস, মিনিবাসের মাধ্যমে সিলেট শহরে যাতায়াত করতে পারবেন। এ ধরনের পদক্ষেপ গ্রহণ করায় সিলেট তামাবিল মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।


সেই সাথে যাত্রীদের সেবার মান বাড়াতে বাসের সংখ্যা বৃদ্ধি এবং সড়ক র্দুঘটনা প্রতিরোধে বিগত দুই দফা বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত কানাইঘাট চতুল, দরবস্থ সড়কের সংস্কারের দাবি জানানো হয়। অনুষ্ঠান শেষে ফিতা কেটে নতুন বাস স্ট্যান্ডের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়